Important Notice
- | Important Notice
কিছু কথা না বললেই নয় !!!
দয়া করে মনযোগ দিয়ে পড়বেন
- একটি 5Mbps সংযোগ নিয়ে যখন 5/7 টি ডিভাইসে কানেক্ট, তাহলে প্রতিটি ডিভাইসে 2Mbps পাবে?
- 5/7 ডিভাইসের হিসাব।
- ১: অনলাইন গেমস চলছে
- ২: গুগল/প্লে স্টোর আপডেট চলছে
- ৩: বড় ভাইয়ের কম্পিউটার চলে
- ৪: ভাবির ফোনে ১০৮০ পিক্সেল রেজুলেশনে ইউটিউব চলছে।
- ৫: ছোট বোন সারাদিন ফেসবুকে
- ৬: পাশের বাসার আপু/ ভাইয়া মুভি ডাউনলোড করে নিয়ে যায়।
- ৭: আম্মু স্মাট টিভিতে 4k রেজুলেশনে নাটক দেখছে
- এ পর্যন্ত যারাই স্লো কমপ্লেইন করেন, তাদের আইপি চেক করে দেখা যায় অধিকাংশ-ই ট্র্যাফিক ফুল!
- অনেকেই আবার ট্র্যাফিক ফুলের কথা বললে টিটকিরি করে বলেন আমি তো কিছুই চালাচ্ছিনা, তাহলে ইউজ ফুল কিভাবে হলো! আপনি হয়তোবা ভুলে গেছেন যে, আপনার রাউটার থেকে আপনি ছাড়াও 5/7 টি ডিভাইস কানেক্টেড আছে, আর তাই আপনার কোন কিছু চালানোর জন্য অপেক্ষায় নাই, অন্যরা ট্রাফিক ফুল করে রেখেছে।
- এবার আসি ইন্টারনেট হিসাবে, 1Mbps= 128 KB ×2 = 256 KB ÷ 7 = 36 KB এবার আপনি বলুন ইন্টারনেট স্লো নাকি আপনি অতিরিক্ত ডিভাইসের কারনে স্লো করে রেখেছেন?